প্রযুক্তি জগতের দুই প্রভাবশালী ব্যক্তি ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যকার দ্বন্দ্ব আরও তীব্র হলো। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে সংঘাতের জেরে এবার ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, মাস্ক অসৎ ও দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করে ওপেনএআইয়ের ব্যবসায় হস্তক্ষেপ করছেন এবং এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন।
মামলায় বলা হয়েছে, মাস্ক ওপেনএআইকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, যা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী। বুধবার এক বিবৃতিতে ওপেনএআই জানায়, “ইলন মাস্কের উদ্দেশ্য হলো এআইয়ের নিয়ন্ত্রণ নিয়ে ব্যক্তি স্বার্থে তা ব্যবহার করা। তাই তাকে থামাতেই আমরা এই আইনি পদক্ষেপ নিয়েছি।”
এর আগে মাস্ক গত বছর ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় মাস্ক দাবি করেন, অল্টম্যান ও পরিচালনা পর্ষদ কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন করে মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রাথমিক আদর্শ ভেঙেছেন।
উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালে ওপেনএআই থেকে সরে দাঁড়ান ইলন মাস্ক। এরপরও তিনি একাধিকবার প্রতিষ্ঠানের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে একটি ফেডারেল আদালত এই মামলার বিচার শুরু হবে ২০২৬ সালের মার্চে বলে নির্ধারণ করেছে। বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদন আগেই খারিজ করে দেন, যেখানে মাস্ক ওপেনএআই-এর অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিলেন।
এই মামলার মাধ্যমে সিলিকন ভ্যালির দুই বড় নামের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এল, যার প্রভাব ভবিষ্যতে এআই প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?