clock ,

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে স্পেনের একটি পরিবার। নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন এবং হেলিকপ্টারের পাইলট রয়েছেন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) তথ্য নিশ্চিত করেছে নিউ ইয়র্কের প্রশাসন।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা হাডসন নদীতে অভিযান চালিয়ে দ্রুত ছয়জনের মরদেহ উদ্ধার করেন। তবে ততক্ষণে সবাই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং মাত্র ২০ মিনিট পরই তা হাডসন নদীর ওপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, হেলিকপ্টারটি হঠাৎ দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং এক পর্যায়ে প্রপেলার পানিতে আঘাত করে ডুবে যায়।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য হাডসন নদীতে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। নদীটি একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত, যেখানে সবসময় নৌযান চলাচল করে।

হেলিকপ্টারটি মূলত পর্যটকদের জন্য ব্যবহৃত হতো। নিউ ইয়র্ক শহর ভ্রমণের অংশ হিসেবে পর্যটকদের আকাশপথে ঘোরানোর জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হতো বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৯ সালেও এই হাডসন নদীতেই এক বিমান অবতরণ করেছিল, যামিরাকল অন দ্য হাডসননামে পরিচিত এবং সে ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল বহু যাত্রী। তবে এবারের দুর্ঘটনায় এমন কোনো সৌভাগ্যের সুযোগ ঘটেনি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য