বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশট ফাঁস হওয়ার পর সেখানে ১৬০ জন সদস্যের সক্রিয়তার বিষয়টি প্রকাশ্যে আসে। এই বিতর্ক নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চললেও বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে অরুণা বিশ্বাসের সাম্প্রতিক পোস্টের মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপ খুলে সেখানে আন্দোলন দমন করার বিভিন্ন পরামর্শ দেন তারা। এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাসের সক্রিয় ভূমিকা ছিল। গ্রুপের কথোপকথনে উঠে আসে, যেকোনো মূল্যে আন্দোলন থামানোর পরামর্শ। সেখানে অরুণা বিশ্বাস শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার কথাও বলেন বলে অভিযোগ ওঠে। এই ‘গরম পানি’ প্রসঙ্গ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে। সম্প্রতি সেই প্রসঙ্গ নতুন করে আলোচনায় উঠে এলো, যখন অরুণা বিশ্বাস অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে একটি ফেসবুক পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অরুণা লেখেন, “সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। বললাম, ‘গরম জল’ খেয়ে নাও। সাবা বলল: ‘আলো আসবেই’ থেকে পাঠিয়ে দাও।”
এর আগে ‘গরম পানি’ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে অরুণা বলেছিলেন, “বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে। কেউ ঢুকতে পারছে না। তখন বলেছিলাম গরম জল দিলেই হয়। আমি জলকামান বলতে চেয়েছিলাম। তবে সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?