মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আজ (২৬ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি। তার জানাজার প্রথম নামাজ আজ বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন কে এম সফিউল্লাহ। তিনি ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার এবং ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত ছিলেন।
সংক্ষিপ্ত জীবন ও অবদান
১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মালয়েশিয়া, কানাডা, সুইডেন এবং ইংল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ওএসডি করা হয়। পরে তিনি স্বেচ্ছায় অবসরে যান।
জাতি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিককে হারালো, যিনি তার জীবনের প্রতিটি পর্যায়ে দেশ ও জাতির সেবায় কাজ করে গেছেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?