মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষের সময় তারা নিহত হন। আজ রবিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রা রুখে দেওয়ার সময় তাদের ৯ জন সৈন্য মারা যান। নিহতদের মধ্যে আরও তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের শান্তিরক্ষীও ছিলেন।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সংঘর্ষ বন্ধে জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘর্ষের পরিস্থিতি ক্রমশ তীব্র হয়ে উঠছে। এ অবস্থায় জাতিসংঘ গোমা শহর থেকে সব অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে। প্রায় ১০ লাখ মানুষের শহর গোমায় এম২৩ বিদ্রোহী গ্রুপ রক্তপাত এড়াতে কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে।
কঙ্গোর এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে শান্তিরক্ষী বাহিনীর প্রাণহানি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?