সৌদি আরব তাদের জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে। আর এই বিশাল দায়িত্ব পেতে পারেন অস্কারজয়ী মার্কিন সুরকার হ্যান্স জিমার। বিশ্বব্যাপী সুরের জাদুকর হিসেবে পরিচিত জিমার কাজ করেছেন ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘ইন্টারস্টেলার’, এবং ‘গ্ল্যাডিয়েটর’-এর মতো বিখ্যাত সিনেমার সংগীতে।
সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে দেশটির গণমাধ্যম জানায়, সৌদি আরবে চলমান সংস্কার ও পরিবর্তনের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, জিমার এই প্রকল্পে কাজ করতে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, শুধু জাতীয় সঙ্গীত নয়, জিমারের সঙ্গে ‘আরাবিয়া’ নামে একটি নতুন মৌলিক সঙ্গীত তৈরির বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি একটি বিশেষ কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সৌদি আরবের বর্তমান জাতীয় সঙ্গীতের নাম ‘আশ আল-মালিক’। এটি ১৯৪৭ সালে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন। বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার ‘আরব ফ্যান ফেয়ার’ ঘরানার সঙ্গীত।
হ্যান্স জিমারের অর্জনের ঝুলিতে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা, এবং চারটি গ্র্যামি পুরস্কার। তিনি ‘দ্য লায়ন কিং’ এবং ‘ডুন’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক সুর বিভাগে অস্কার জিতেছেন। এছাড়া, দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ ১০০ জীবন্ত প্রতিভাবান ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।
সৌদি আরবের এই উদ্যোগে হ্যান্স জিমারের অংশগ্রহণ বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এটি শুধুমাত্র সঙ্গীতের দিক থেকেই নয়, বরং সৌদি আরবের সংস্কৃতি ও আধুনিকায়নের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?