clock ,

সান্তোসের জার্সিতে গ্যালারি মাতালেন নেইমার

সান্তোসের জার্সিতে গ্যালারি মাতালেন নেইমার

দীর্ঘ ১২ বছর পর নিজের শেকড়ে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইউরোপ এশিয়া মাতিয়ে এবার তিনি যোগ দিলেন সেই ক্লাবে, যেখান থেকে তার তারকাখ্যাতির যাত্রা শুরু হয়েছিলসান্তোস। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে ফিরে আসার পর গতকাল রাতে দর্শকপূর্ণ স্টেডিয়ামে নতুন করে অভিষেক হলো নেইমারের।

সম্প্রতি সান্তোসের সঙ্গে মাসের চুক্তি করেছেন নেইমার। নিজের ৩৩তম জন্মদিনে বোতাফোগো এফসির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তখন সান্তোস - গোলে এগিয়ে ছিল, তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ সমতা ফিরিয়ে আনে এবং ম্যাচ - গোলে ড্র হয়। যদিও নেইমার গোল করতে পারেননি, তবুও তার জাদুকরী ড্রিবলিং ফুটবল দক্ষতায় দর্শকদের মাতিয়ে তুলেছেন।

সান্তোসের হয়ে খেলার সময়েই নেইমার ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস জেতেন। এরপর ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন, যেখানে মেসি-সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন কিংবদন্তিএমএসএনত্রয়ী। ২০১৭ সালে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারে পিএসজিতে যান।

কিন্তু পিএসজিতে তার সময় ভালো কাটেনি। চোট সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব তাকে ব্যতিব্যস্ত করে তোলে। এরপর ২০২৩ সালে তিনি সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন, তবে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। একপর্যায়ে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি হলে সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে ফিরে আসেন সান্তোসে।

নেইমারের প্রত্যাবর্তনে সান্তোসের ভক্তরা উচ্ছ্বসিত। এবার দেখার বিষয়, তিনি আবারও ক্লাবের হয়ে কতটা সফল হতে পারেন এবং পুরোনো জাদু ফিরিয়ে আনতে পারেন কি না!

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য