আফ্রিকার দেশ মোজাম্বিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আবু ছালেক (২৩), যিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার বাসিন্দা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাত ৮টা ৪০ মিনিটের দিকে সন্ত্রাসীদের হামলার শিকার হন আবু ছালেক। তিনি গুরুতর আহত অবস্থায় সিমুই সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু ছালেকের মৃত্যুর খবর পৌঁছালে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নিহত আবু ছালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?