clock ,

সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির প্রথম জয়

সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির প্রথম জয়

ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে অবশেষে জয়ের দেখা পেল মায়ামি ব্লাজ। শুক্রবার (১৮ জুলাই) জর্জ টাউনে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল।

ব্যাট হাতে এদিনও ইনিংস উদ্বোধন করেন সাকিব। আক্রমণাত্মক মেজাজে মাত্র ১১ বলে ২৯ রান করেন তিনি, স্ট্রাইক রেট ২৬৩.৬৪। এই ইনিংসে ছিল দুটি ছক্কা তিনটি চার। তার সঙ্গে হাত মেলান শ্রীলঙ্কান ব্যাটার এঞ্জেলা পেরেরা, যিনি ৫টি চার ২টি ছক্কায় ২২ বলে ৪৫ রান করেন। তবে এরপর বাকিরা তেমন অবদান রাখতে না পারায় ১০ ওভারে উইকেটে মায়ামির ইনিংস থামে ১১০ রানে।

জবাবে দুর্দান্ত সূচনা পায় ফেলকন্স। ওভারে মাত্র উইকেট হারিয়ে ৪৮ রান তুলে ফেলে তারা। তবে এরপর মাত্র ৩৫ রানে পড়ে যায় উইকেট। চাপের মুখে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১০ ওভারে উইকেটে ৯৭ রানেই থেমে যায় ফেলকন্স।

সাকিব বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন রোনালদো আলি মোহামেদের উইকেট, যিনি করেছিলেন বলে ১৬ রান। সাকিবের পাশাপাশি শেহান জয়সুরিয়া ছিলেন বল হাতে বিধ্বংসীমাত্র ১৮ রানে নেন উইকেট।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে টানা দুই হারের পর অবশেষে প্রথম জয়ের দেখা পেল মায়ামি ব্লাজ। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দিলেন সাকিব আল হাসান।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য