জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ এবং ড্রোন শো। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ‘জুলাই পুনর্জাগরণ’ মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’। এরপর মঞ্চে পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’, যেখানে অংশ নেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং সংগীত দল র্যাপার কালেক্টিভ ও আর্টসেল।
সাংস্কৃতিক পরিবেশনার পর অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও তার প্রেক্ষাপটভিত্তিক বিশেষ ড্রোন শো।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?