clock ,

শেখ মুজিবের নামে আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

শেখ মুজিবের নামে আন্তর্জাতিক শান্তি পদক বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদকবাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।মঙ্গলবার ( মার্চ) প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গত আওয়ামী লীগ সরকারের সময় এই পদকের নীতিমালা চূড়ান্ত করা হলেও, পদক এখনও কাউকে দেওয়া হয়নি। গত বছর ২০ মে, আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ অন্যান্য অবদানের জন্যবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদকসংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। তবে, এখনো পর্যন্ত এই পদকটি কারও হাতে যায়নি। 

বাতিল হওয়া নীতিমালা অনুযায়ী, পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র্য দূরীকরণ, যুদ্ধ বন্ধ করা বা বিরতি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পদক দেওয়ার কথা ছিল। প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তি এই পুরস্কার পেতে পারেন, এবং পদকের জন্য নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট স্বর্ণপদক সনদ দেওয়া হতো। কিন্তু অনুমোদনের ১০ মাসের মধ্যে সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য