clock ,

প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা-দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা-দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় দস্যু নুরুল ইসলামের বিরুদ্ধে প্রবাসী ফরহাদ ফারুকের বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল এবং হামলার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার ( মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামে নিজেদের বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন প্রবাসী পরিবারের সদস্যরা। এসময় প্রবাসীদের মা সুজিয়া খাতুন বলেন, "আমার স্বামী নেই, দুই ছেলে সৌদি আরবের প্রবাসী। আমি ছেলেদের বউ বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকি। আমার ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন সময়ে, একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগমের কাছ থেকে শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিটি আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া। বর্তমানে নুরুল ইসলাম অবৈধভাবে ওই জমি দখল করে নিজের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।" তিনি আরও জানান, "এলাকায় তার প্রভাব রয়েছে এবং তিনি অবৈধভাবে অনেকের জমি দখল করেছেন। আমরা যখন আমাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে যাই, নুরুল ইসলাম বাধা দেয়। এই বিষয়ে প্রতিবাদ জানালে তিনি আমাদের নারীদের ওপর হামলা করেন এবং অশ্লীল গালমন্দ করেন। থানায় গিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন এবং হুমকি দেন যে, যে কোনো সময় আমাদের বাড়িতে বড় ধরনের হামলা ভাঙচুর করবেন।"

সুজিয়া খাতুন বলেন, "আমাদের বাড়িতে পুরুষ সদস্য নেই, ফলে আমরা নারী শিশুদের নিয়ে আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় আছি। আমরা আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, " বিষয়ে পরে কথা বলবো, এখন আমার সময় নেই।"

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য