বাংলাদেশে সস্তায় তেল সরবরাহ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বাংলাদেশে সস্তা তেল সরবরাহে সম্মত হয়েছে সৌদি আরামকো এবং সরকার দুটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
এসময় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে 'নৈতিক পুলিশিং' বা 'মব জাস্টিস' এর কোনো সুযোগ নেই এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার নারীর বিরুদ্ধে সহিংসতা সমর্থন করে না।
এছাড়া, ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান জানান, আরামকো বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের চেষ্টা করলেও সফল হয়নি। তারা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন দফা বাংলাদেশে আসলেও তাদের স্বাগত জানানো হয়নি। তবে, আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সরকার বর্তমানে ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে এবং সৌদি বিনিয়োগকারীরা এখানে এসে ভালো একটি পরিবেশ পাবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?