মানিকগঞ্জের শিবালয়ে জুলহাস রহমান নামের এক ব্যক্তি নিজেই একটি আলট্রা লাইট বিমান তৈরি করে আকাশে উড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে ২৮ বছরের জুলহাস রহমান এই বিমানটি তৈরি করেছেন।
জানা গেছে, তিনি পঞ্চম শ্রেণির ছাত্র থাকাকালীন ২০১৪ সালে অর্থের অভাবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করার পাশাপাশি চার বছরের পরিশ্রমে নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেছেন। বিমানটি উড়ানোর সময় যমুনার পাড়ে হাজার হাজার দর্শক জড়ো হন।
জুলহাসের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ফায়ার এলার্মের চাকরি করতেন এবং এই কাজে প্রায় ৩ বছর ধরে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করেছেন। অবশেষে প্রশিক্ষণ ছাড়া নিজেই আকাশে উড়ানোর চেষ্টা সফল করে দেখালেন। বিমানের নির্মাণে তিনি প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন, তবে গত চার বছরে বিমান তৈরির কাজের জন্য প্রায় ৮-১০ লাখ টাকা ব্যয় করেছেন। তিনি জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন জানান, জুলহাসের কাজ প্রশংসনীয় এবং তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করে সে দেশ ও জাতির জন্য গৌরবের কারণ হতে পারে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা এ উদ্ভাবনী কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন এবং প্রশাসন তার পাশে থাকবে বলে জানিয়েছেন, যাতে এই প্রযুক্তি আরও উন্নত হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?