মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের এক সময়কার প্রাণকেন্দ্র ‘মন্নত’—শাহরুখ খানের রাজকীয় বাসভবন—বর্তমানে কার্যত জনশূন্য। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়েছে আশপাশের ছোট ব্যবসা ও ভাসমান দোকানদারদের জীবিকা।
‘মন্নত’কে ঘিরে প্রতিদিন সেখানে হাজির হতেন শত শত দর্শনার্থী, শুধুমাত্র কিং খানকে একবার চোখে দেখার আশায়। আর এই মানুষের ভিড়ই হয়ে উঠেছিল আশেপাশের চায়ের দোকান, টি-শার্ট, চশমা, কিপস এবং স্যুভেনির বিক্রেতাদের মূল অবলম্বন।
তবে গত কয়েক সপ্তাহ ধরেই শাহরুখ খান পরিবারসহ মন্নত ছেড়ে চলে গেছেন মুম্বাইয়ের পালি হিলস এলাকার এক বিলাসবহুল বাংলোয়। পুরনো বাড়িতে চলছে সংস্কার কাজ—নতুন ফ্লোর তৈরি করা হচ্ছে, রুম রিনোভেশনও চলছে পুরোদমে। এই সময়ের মধ্য দিয়ে বাদশা ফিরছেন না তাঁর প্রাসাদে। ফলে, দর্শনার্থীর সংখ্যা হঠাৎ করেই নেমে এসেছে প্রায় শূন্যে।
একজন স্থানীয় টি-শার্ট বিক্রেতা জানান, “আগে দিনে গড়ে ৫০টা টি-শার্ট বিক্রি হতো, এখন সেটা ১৫-২০ তে নেমে এসেছে। লোকজন আসছে না, বিক্রিও হচ্ছে না।”
চায়ের দোকানের মালিক বলেন, “ভোর থেকে রাত পর্যন্ত লোক থাকত, কেউ দাঁড়িয়ে চা খেত, কেউ একনজর দেখতে এসেছিল শাহরুখ খান বের হন কি না। এখন সেই কৌতূহল নেই। ব্যবসা চলছে না।”
স্থানীয় বাসিন্দারাও বলছেন, শাহরুখ খানের উপস্থিতিই ছিল এখানে প্রতিদিনকার উৎসবের মতো। কেউ কেউ অপেক্ষা করত শুধুই তাঁর গাড়ির ছায়া দেখার জন্য। এখন বাড়িতে কেউ না থাকায় সেই উত্তেজনাও নেই।
তবে আশার কথা বলছেন অনেকেই। তাঁদের বিশ্বাস, মন্নতের কাজ শেষ হলেই আবার ফিরবেন শাহরুখ, আর তাঁর সঙ্গেই ফিরবে আগের মতো ভিড়, কোলাহল আর ব্যবসার নতুন প্রাণ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?