ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলতি বছরের জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এবং খ্যাতিমান ট্রান্সফার বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে খবরটি এখন কার্যত নিশ্চিত। দীর্ঘদিনের ক্লাব ক্যারিয়ার শেষে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন তিনি, তাও আবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
রোমানো দাবি করেছেন, আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (CBF) সঙ্গে সব আলোচনা চূড়ান্ত করেছেন এবং মৌখিক সম্মতিও দিয়েছেন। এমনকি, জুন মাসেই ক্লাব বিশ্বকাপের আগেই তাকে দলে যোগ দিতে হবে—এমন শর্তে ব্রাজিলের প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে সফল সময় পার করা আনচেলত্তি বর্তমানে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী কোচদের তালিকায় শীর্ষে রয়েছেন। তবে এবার তিনি এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছেন—ব্রাজিলের ইতিহাসে প্রথমবারের মতো একজন ইউরোপীয় কোচ হচ্ছেন দেশের জাতীয় দলের প্রধান।
২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দ হারিয়েছে ব্রাজিল। কোচ সংকটে থাকা দলটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক হোঁচট খাচ্ছে। সিবিএফ আশা করছে, অভিজ্ঞ ও ট্রফি জেতার অভ্যেসসম্পন্ন এই কোচ নতুন করে ব্রাজিলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন।
‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য মতে, আনচেলত্তি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যে নিজের শিষ্যদের জানিয়ে দিয়েছেন। ক্লাবের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বিদায় নিচ্ছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ আনচেলত্তিকে পুরো চুক্তির বেতন দিয়েই বিদায় জানাবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, তার বিদায়ের পর কে হবেন রিয়ালের পরবর্তী কোচ—এ নিয়ে শুরু হয়েছে জোরালো জল্পনা। এই দৌড়ে এগিয়ে রয়েছেন বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ এবং রিয়ালের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আলোনসো রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হতে এখন কেবল এক ধাপ দূরে রয়েছেন।
সবশেষ খবর বলছে, আনচেলত্তি ইতোমধ্যেই ব্রাজিলে নিজের সহকারী কোচদের নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তার ব্রাজিল অধ্যায় শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?