রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। না হলে রমজানের পরে কঠোর আন্দোলনে নামবে বিএনপি। শনিবার (২২ ফেব্রুয়ারির) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ হারুন এসব কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, ক্ষমতায় থেকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন। এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। উপদেষ্টা থেকে বেরিয়ে দল করুন আমরা মেনে নেব। সরকারের ছত্রছায়ায় থেকে দল গঠন করতে চান তাহলে জনগণ পিঠের চামড়া রাখবে না।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফয়সল আলীম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতারা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?