জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, রেমিট্যান্সের নামে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন। প্রবাসীদের করমুক্ত সুবিধার আইনি সুযোগ নিয়ে ওই ব্যক্তি এই টাকা দেশে আনেন। সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি এই তথ্য দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা প্রবাসী ভাইদের উৎসাহিত করার জন্য আইন করেছি, যাতে তারা বিদেশে উপার্জিত টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠায়, যাতে রিজার্ভে অবদান রাখে। কিন্তু এই সুযোগের অপব্যবহার করে কর ফাঁকি দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আপনারা হয়তো শুনে অবাক হবেন, এমন একজন ট্যাক্সপেয়ার পাওয়া গেছে যিনি ৭৩০ কোটি টাকা দেশে নিয়ে এসেছেন এবং বলছেন, এটা তার ওয়েজ আর্নার ইনকাম এবং এটি ট্যাক্স ফ্রি।”
তিনি বলেন, “এটা আইন ও নিয়মের পরিপন্থী এবং কার্যকর বাস্তবায়ন না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে।”
এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, দেশে মোট ১ কোটি ১৩ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪০ লাখ ট্যাক্স রিটার্ন জমা দেন, বাকি ৮০ লাখ রিটার্ন জমা দেন না।
তিনি বলেন, “এটি আমাদের কার্যকর মাঠ পর্যায়ের কাজের অভাবের কারণে হচ্ছে। যদি রিটার্ন না দেওয়ার মাধ্যমে কেউ শান্তিতে থাকতে পারে, তবে যারা রিটার্ন দিচ্ছে, তাদের বরং প্রশ্ন করা উচিত, তারা কেন রিটার্ন দিচ্ছে?”
বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান সভায় বক্তব্য দেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?