উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ১২টা দল। গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ালিফাই করেছিল প্রথম ৮টা দল। প্লে অফ পর্ব থেকে মঙ্গলবার রাতে পৌঁছে গিয়েছে ৪টি দল। প্লে অফ পর্বের বাকি ম্যাচগুলো হবে বুধবার রাতে। যার মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচের দিকে।
প্রথম লেগে ৩-২ ফলে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তাদের। অন্যদিকে ম্যান সিটির লক্ষ্য এক গোলের ব্যবধান মুছে ফেলে শেষ ষোলোয় যাওয়া।
প্রথম লেগের ম্যাচে একাধিক প্লেয়ারের চোটের জন্য দল সাজাতে সমস্যায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তি। এই ম্যাচে সুস্থ হয়ে স্কোয়াডে ফিরছেন দুই ডিফেন্ডার রুদিগার ও আলাবা। প্রথম একাদশে থাকতে পারেন রুদিগার। বেঞ্চে থাকবেন লুকাস ভাসকুয়েসও।
মাঝমাঠে বেলিংহ্যামের সঙ্গে খেলতে পারেন চুয়ামেনি এবং সেবায়োস। আক্রমণে শুরু করবেন এমবাপে, ভিনিসিয়াস এবং রদ্রিগো। ঘরের মাঠে দর্শকদের সমর্থনের পাশাপাশি এক গোলের অ্যাডভান্টেজ কাজে লাগাতে চাইবে স্প্যানিশ ক্লাবটি।
অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটির জন্য একদমই সহজ হবে না কাজটা। ২০১২-১৩ মরশুমে শেষ ষোলোয় পৌঁছতে ব্যর্থ হয়েছিল ম্যান সিটি। তার পর এই প্রথম এমন অবস্থায় দাঁড়িয়ে তারা। তবে পেপকে ভরসা দিচ্ছে নতুন তারকা ওমর মারমৌসের দুরন্ত ফর্ম। গত ম্যাচে রিয়ালের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন হাল্যান্ড।
তবে চোটের জন্য এই ম্যাচে ডিফেন্ডার আকাঞ্জিকে পাবেন না পেপ। মাঝমাঠে রদ্রির বিকল্প হিসেবে শুরু করতে পারেন নিকো গঞ্জালেজ। এক গোলের ব্যবধান মুছে অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে হারাতে পারবে কি না সিটি, সেই দিকেই নজর ভক্তদের।
বুধবার বাংলাদেশ সময় রাত ১.০০টায় শুরু ম্যাচ। সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে ম্যাচ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?