clock ,

দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা

দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তা

সুষমা স্বরাজ, আতিশি মারলেনার পর ফের দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন এক মহিলা। বুধবার বিজেপির দীর্ঘ মিটিংয়ের পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম বেছে নিয়েছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে পরবেশ বর্মার নাম উঠে এসেছিল প্রথমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে এবং অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর সুবাদে দৌড়ে প্রথমেই ছিলেন পরবেশ। কিন্তু পরে বিজেপি স্থির করে, মহিলাদের কাউকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে রাখা হবে। সেই সময়েই বিজেপির চার জন মহিলা বিধায়কের নামই সামনে আসে। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন শিখা রাইও। শেষ পর্যন্ত রেখা গুপ্তার উপরেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব।

দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী। এখন দিল্লিও পেল মহিলা মুখ্যমন্ত্রী। অবশ্য আগের মেয়াদেই দিল্লিতে ছিল আপ সরকার। তখন অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরে দলের মহিলা মুখ আতিশি মারলেনাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল আপ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য