clock ,

ত্বকের হরেক সমস্যার সমাধান ‘স্লিপিং মাস্ক’

ত্বকের হরেক সমস্যার সমাধান ‘স্লিপিং মাস্ক’

ত্বক পরিচর্যার অনেক ধাপ রয়েছে। প্রথমে ক্লিনজ়িং, তার পর ময়েশ্চারাইজ়িং এবং শেষে টোনিং। তবে ত্বকের সমস্যার শেষ নেই। ব্রণ, বলিরেখা থেকে ট্যান, এই সমস্যাগুলির সঙ্গে ল়ড়াই করতে চাই বাড়তি যত্ন।স্লিপিং মাস্কত্বকের এই বাড়তি যত্ন নেয়।

ত্বকের আর্দ্রতা এবং প্রতিটি কোষের সজীবতা বজায় রাখার জন্য স্লিপিং মাস্ক-এর ভূমিকা রয়েছে। রাতে ঘুমোতে যাওয়ার এই মাস্ক মাখতে হয়। রাতভর ত্বকে একটু একটু করে পুষ্টি জোগায় বলে এর নাম স্লিপিং মাস্ক।

এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে মাস্ক মেখে ঘুমনো কী ভাবে সম্ভব? কারণ যে কোনও মাস্ক মাখার পর শুকিয়ে গেলে ত্বক টান টান হয়। তবে এই মাস্কের সঙ্গে অন্য ফেসমাস্ক গুলিয়ে ফেললে চলবে না।

ত্বকের ধরন বুঝে ফেসমাস্ক ব্যবহার করতে বলা হয়। তবে স্লিপিং মাস্ক সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। হাইলুরোনিক অ্যাসিড, নিওসিনামাইড, সেরামাইডস-সহ নানা উপকারী উপাদান রয়েছে এই মাস্কে।

ত্বকের রুক্ষ ভাব দূর করে এই প্রসাধনী। এই মাস্কে যে উপাদান রয়েছে, সেগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ত্বক ভিতর থেকে সতেজ থাকে।

অয়েলি স্কিনের ক্ষেত্রে এই ধরনের জেল জাতীয় স্লিপিং মাস্ক ভীষণ উপকারী। নিওসানামাইড তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। আর এই মাস্কে সেই উপাদান রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য