clock ,

বিবাদ মিটিয়ে একসঙ্গে মিমি-নুসরত

বিবাদ মিটিয়ে একসঙ্গে মিমি-নুসরত

সব বিবাদ ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দুই টলি অভিনেত্রী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিতরক্তবীজ ’- বার দেখা যাবে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে। সম্প্রতি, মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিরক্তবীজবক্স অফিস কালেকশনে বাংলা ছবির সুদিন ফিরিয়েছেন। আবির, মিমি জুটি পাশাপাশি দীর্ঘদিন পর বাংলা ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন ছবির বড় চমক ছিল। বার তাঁর সিক্যুয়েলরক্তবীজ দুই টলি অভিনেত্রীর একসঙ্গে কাজ যে ছবির অন্যতম ইউএসপি হতে চলছে তা বলাই যায়। প্রসঙ্গত একসময় টলিউডের দুই নায়িকার বন্ধুত্ব ছিল চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু পরবর্তীকালে সেই বন্ধুত্বে ফাটল ধরে। তার জেরেইএসওএস কলকাতা’- পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের? তবেরক্তবীজ ’-এর হাত ধরেই ফিরছেন দুই বনুয়া। তবে ঠিক কোন চরিত্রে নুসরত জাহানকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

এই ছবিতে মিমি, নুসরত ছাড়াও দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ, কৌশনি এবং সোহমকে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য