ইসমাইলি সম্প্রদায়ের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে পিতা প্রিন্স করিম আল-হুসাইনি আগা খানের মৃত্যুর পর তার ছেলে রাহিম আল-হুসাইনি (৫৩) ৫০তম আগা খান হিসেবে মনোনীত হয়েছেন। ইসমাইলি সম্প্রদায়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, তার পিতা আগা খান পঞ্চমকে ঐতিহাসিক শিয়া ইমামি ইসমাইলি মুসলিম ঐতিহ্য ও প্রথা অনুযায়ী পুত্র রাহিমকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন।
রাহিম আল-হুসাইনি তার পিতার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় এবং বড় ছেলে। তিনি ১৯৭১ সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন এবং তার মা ছিলেন ব্রিটিশ মডেল সারাহ ক্রোকার পুল। ১৯৯৫ সালে তার পিতামাতা বিচ্ছেদ করেন, এবং পরবর্তীতে আগা খান জার্মান গায়িকা গ্যাব্রিয়েল থাইসেনকে বিয়ে করেন।
রাহিম আল-হুসাইনি প্রিন্স রাহিম হিসেবে তার পিতার বৃহৎ দাতব্য সংস্থা, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এর বিভিন্ন পরিচালনা পর্ষদে আছেন এবং ইসমাইলি স্টাডিজ ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক শাসন সংস্থার কার্যক্রমের প্রতি নজর রাখেন। এই সংস্থা ৩০টি দেশে কাজ করছে এবং বার্ষিক বাজেট প্রায় ১ বিলিয়ন ডলার, যা স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হয়।
প্রিন্স রাহিম যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে সাহিত্য এবং বার্সেলোনায় ব্যবসায় পড়াশোনা করেন। তিনি ২০১৩ সালে মডেল কেন্ড্রা স্পিয়ার্সকে বিয়ে করেছিলেন, কিন্তু ২০২২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে, যারা ২০১৫ এবং ২০১৭ সালে জন্মগ্রহণ করেছে।
আগা খান, যিনি ইসমাইলি মুসলমানদের মধ্যে নবী মুহাম্মদ (সা.)-এর সরাসরি বংশধর হিসেবে সম্মানিত, সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখের মধ্যে সদস্য রয়েছে। তারা তাদের আয় থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ আগা খানের তহবিলে প্রদান করাকে ধর্মীয় কর্তব্য বলে মনে করে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?