বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে খেলাধুলায় বিপুল বিনিয়োগ করছে সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবার রাগবি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়েছে দেশটি।
তবে সৌদি আরব এককভাবে নয়, বরং কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে রাগবি বিশ্বকাপ আয়োজনের বিড করার পরিকল্পনা করছে। লক্ষ্য ২০৩৫ বা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করা।
এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই বলেছেন, যদি এই তিন দেশ একসঙ্গে রাগবি বিশ্বকাপ আয়োজন করে, তাহলে এটি রাগবি ইতিহাসের অন্যতম সফল আসর হতে পারে।
তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, জাপানও ২০৩৫ বা ২০৩৯ রাগবি বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ২০১৯ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকায় জাপানকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া ইতালি ও স্পেনও ২০৩৫ রাগবি বিশ্বকাপের আয়োজক হতে চায়। যদি তারা আয়োজক স্বত্ব পায়, তাহলে সৌদি আরব, কাতার ও আমিরাত ২০৩৯ সালের জন্য বিড করবে।
এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান ধালাই মনে করেন, বিশ্বকাপ আয়োজন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অসম্ভব কিছু নয়। তিনি বলেন, "আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতারা বিশ্বাস করেন, কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটি (মধ্যপ্রাচ্যের তিন দেশে) হতে পারে।"
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপ আয়োজনের বিডিং প্রক্রিয়া শুরু হবে। এখন দেখার বিষয়, সৌদি আরব, কাতার ও আমিরাত একসঙ্গে আয়োজনের স্বত্ব পেতে পারে কিনা।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?