ভারতের নবীন চলচ্চিত্র নির্মাতা সনোজ মিশ্র তার পরিচালিত ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। এরপর তিনি অগ্নিগর্ভ মণিপুর পরিস্থিতি নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি সিনেমার ঘোষণা দেন। এই সিনেমার কাস্টিংয়ে তিনি মহাকুম্ভে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলেকে অন্তর্ভুক্ত করে আলোচনায় আসেন।
সিনেমার ঘোষণা দেওয়ার সময় সনোজ মিশ্র বলেছিলেন, "বলিউডের অন্যান্য অভিনেত্রীদের মতো মোনালিসা অর্ধনগ্ন ছবি পোস্ট করেন না। তিনি অত্যন্ত সাদামাটা ও সংস্কৃতিমনস্ক।" তার এই মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল। তবে এবার তিনি সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে— ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এই পরিচালক!
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ঝাঁসির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে নবি করিম পুলিশ রোববার (স্থানীয় সময়) সনোজ মিশ্রকে গ্রেপ্তার করে।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে তরুণীর সঙ্গে পরিচালকের পরিচয় হয়। পরে সনোজ মিশ্র তাকে ঝাঁসিতে দেখা করতে চাপ দেন এবং হুমকি দেন যে, দেখা না করলে তিনি আত্মহত্যা করবেন। বাধ্য হয়ে তরুণী তার সঙ্গে দেখা করেন।
এরপর, কাজ দেওয়ার নাম করে এক রিসোর্টে নিয়ে গিয়ে তরুণীকে মাদকমিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করেন সনোজ মিশ্র। শুধু তাই নয়, অভিযোগকারী আরও জানান, পরিচালক তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে এবং মুখ খুললে সেগুলো ভাইরাল করার হুমকি দেন।
পরবর্তীতে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ডেকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ মিশ্র। অবশেষে, তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালককে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলিউডে। পাশাপাশি, মোনালিসাকে নিয়ে পরিকল্পিত সিনেমার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?