clock ,

যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকায় বৈঠক

যুক্তরাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকায় বৈঠক

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে গতকাল ( মার্চ) ঢাকায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, বৈঠকটি সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের পর্যায়ে আয়োজিত হয় এবং এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশটি থেকে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে অবহিত করছে। প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যা গতকালের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য