clock ,

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস "সিকিউ" ব্রাউনকে তার পদ থেকে অপসারণ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক এয়ার ফোর্স লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইনকে মনোনীত করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার রাতে ট্রুথ সোশ্যাল- এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প লিখেছেন, "আমি জেনারেল চার্লসসিকিউব্রাউনকে আমাদের দেশের জন্য ৪০ বছরেরও বেশি সময় সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, যার মধ্যে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন চমৎকার নেতা এবং অভিজাত ব্যক্তিত্ব। আমি তার এবং তার পরিবারের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"

এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

ট্রাম্প জানিয়েছেন, জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অবঃ) লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেলও না।

নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ২০২৪ সালেই ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি হয়েছিলেন। তিনি তার বইয়ে লিসা ফ্রাঙ্কচেট্টিকে নিয়ে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন। আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব। কারণ আমাদের অন্তত আরেকজন প্রথম! প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে। 

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য