ঈদে দেশব্যাপী দারুণ সাড়া জাগানো শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) থেকে প্রথম সপ্তাহে আমেরিকার ১৫টি হলে একযোগে প্রদর্শিত হবে ছবিটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং কিছু কিছু শো ইতিমধ্যে সোল্ড আউট।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশে মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এবার একই চিত্র দেখা যেতে পারে প্রবাসেও।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ এই সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে, যা তাদের প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
বাংলাদেশ
সময় শুক্রবার ভোর ৫টার দিকে
নিজের ফেসবুক পেজে শাকিব খান
লিখেছেন:
“বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল
যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব
ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে
গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।”
নিউ ইয়র্ক, পেনিসিলভ্যানিয়া, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত শহরগুলোর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘বরবাদ’।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?