যুক্তরাষ্ট্রের আটলান্টায় প্রবাসী বাংলাদেশিদের পরিচিত ও প্রিয় মুখ সোহেল আহমেদ আর নেই। স্থানীয় সময় ১৭ এপ্রিল (বুধবার) নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে আটলান্টার বাংলাদেশি কমিউনিটি।
দীর্ঘদিন ধরে আটলান্টায় বসবাসকারী সোহেল আহমেদ সমাজসেবামূলক কাজে নিবেদিত, অমায়িক ও সদালাপী এক ব্যক্তিত্ব। তাঁর হাসিমুখ, সহানুভূতিশীল মনোভাব এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে কমিউনিটির একজন প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল।
সোহেল আহমেদের মৃত্যুতে নানা শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পরিচিতজনেরা তাঁকে স্মরণ করছেন একজন নিরহংকার, বন্ধুবৎসল ও মানবিক মানুষ হিসেবে। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।
স্থানীয় মুসলিম কমিউনিটির সহযোগিতায় প্রয়াত সোহেল আহমেদের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে ।
Viewing (দর্শন)
সেবা:
শনিবার, ১৯ই এপ্রিল, সকাল
১১টা থেকে ১২টা পর্যন্ত
স্থান: Janaza Services
of Georgia
ঠিকানা: 2920 Woodbine
Hill Way, Norcross, GA 30071
নামাজে
জানাজা ও দাফন:
দুপুর ২:০০টা
স্থান: New Muslim
Cemetery
ঠিকানা: 2245 Berry
Hall Rd SE, Bethlehem, GA 30620
এদিকে সোহেল আহমেদের পরিবারের পক্ষ থেকে জর্জিয়া বাংলাদেশ সমিতি সকলকে তার নামাজে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে। সেই সাথে সোহেল আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে, তাঁকে স্মরণে রেখে সমগ্র কমিউনিটি দোয়া কামনা করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?