clock ,

যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারবে না যৌন অপরাধীরা: অভিবাসন নীতিতে কড়াকড়ি

যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারবে না যৌন অপরাধীরা: অভিবাসন নীতিতে কড়াকড়ি

যুক্তরাজ্যে যৌন অপরাধে দোষী সাব্যস্ত কোনো বিদেশি নাগরিক আর আশ্রয় চাইতে পারবেন না। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সরকার জানিয়েছে, যারা সমাজের জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেন, বিশেষ করে যৌন অপরাধীরাতাদের জন্য যুক্তরাজ্যে শরণার্থী সুরক্ষা পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “যৌন অপরাধীরা যেন যুক্তরাজ্যে আশ্রয়ের সুযোগ না পায়, তা নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য।

আশ্রয় আবেদন প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর করতে বড় ধরনের কাঠামো সংস্কারের পরিকল্পনা করেছে ব্রিটেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার, মামলার জট নিরসন এবং সিদ্ধান্তগ্রহণের গতি বাড়ানো হচ্ছে। গত বছর শেষ পর্যন্ত প্রায় ৯১ হাজার আশ্রয় আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ব্রিটিশ সরকার ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের নম্বর ধারা নিয়েও প্রশ্ন তুলেছে, যা পারিবারিক জীবন রক্ষার অধিকার দেয়। অনেক অভিবাসী তাদের আশ্রয় আবেদনে এই ধারা উল্লেখ করে থাকেন। কিন্তু সরকারের দাবি, এই আইনি ব্যাখ্যা অনেক সময় কার্যকর প্রত্যবাসনকে ব্যাহত করে।

চলতি বছরেই ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ১০ হাজারের বেশি অভিবাসী ব্রিটেনে ঢুকেছেন, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। এই প্রবণতা রোধ এবং জনগণের চাপে সাড়া দিতেই সরকার অভিবাসন নীতিতে কঠোরতা এনেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই পদক্ষেপ ব্রিটিশ অভ্যন্তরীণ রাজনীতিতে এক বড় ইঙ্গিতসরকার জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে অভিবাসন নীতি নতুন করে ঢেলে সাজাতে যাচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য