clock ,

মিশিগানে পুরোনো চার্চের স্থানেই নতুন মসজিদ, প্রবাসী বাংলাদেশিদের আনন্দ

মিশিগানে পুরোনো চার্চের স্থানেই নতুন মসজিদ, প্রবাসী বাংলাদেশিদের আনন্দ

যুক্তরাষ্ট্রের মিশিগানে, ওয়ারেন শহরের একটি পুরোনো গির্জা এখন মসজিদে রূপান্তরিত হয়েছে। মসজিদটির নাম দেওয়া হয়েছে দারুল কোরআন, যা বর্তমানে একসঙ্গে তিন হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা করে। এই মসজিদটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সাক্ষী হয়েছে। স্থানীয়রা জানান, একসময় গ্রেট মিলার গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা করতেন এবং বাইবেল শিক্ষা দেওয়া হতো। তবে, এখন এই স্থানটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে নামাজ পড়ছেন এবং ইসলামী সংস্কৃতি চর্চা করছেন।

মসজিদের ইমাম সাইয়েদ আহমেদ জানান, পাঁচ বছর আগে মসজিদ দারুল কোরআন প্রতিষ্ঠিত হয়। মুসল্লিদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায়, পুরোনো মসজিদের জায়গা অপ্রতুল হয়ে পড়ে। পরে তারা পাশের একটি পরিত্যক্ত গির্জা কিনে মসজিদে রূপান্তর করেন।

মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহফুজ চৌধুরী বলেন, নতুন মসজিদের আয়তন ৫২ হাজার স্কয়ার ফুট, যার মধ্যে ১৩ হাজার স্কয়ার ফুটের বেশি জায়গা নামাজের জন্য নির্ধারিত। এখানে একসঙ্গে হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদটিতে রয়েছে পার্কিং সুবিধা, নারীদের জন্য পৃথক নামাজের জায়গা এবং শিশুদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা।

গণনা অনুযায়ী, শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে নতুন মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদুল খান খালেদ আহমেদ বিষয়ে দানসহ সহযোগিতা কামনা করেছেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য