আগামী বছরের হজে যাওয়ার জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৫ সালের হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের এই নির্দেশনা অনুযায়ী, পাসপোর্টের জন্ম তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক বুধবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি সব হজ এজেন্সি, হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই নির্দেশনা অনুসরণ করতে হবে।
১৫ বছরের নিচে শিশুদের হজে যাওয়ার অনুমতি না থাকলেও, নিবন্ধিত শিশু হজযাত্রীদের পরিবর্তে অভিভাবকরা প্রাক-নিবন্ধিত হজযাত্রী হিসেবে যেতে পারবেন।
উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে বলেন, "সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। ১৫ বছরের উপরে যারা হজে যেতে চান, তাদের অবশ্যই প্রাক নিবন্ধন করতে হবে, কিন্তু ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবেন না।"
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?