clock ,

মাহমুদউল্লাহ কে নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

মাহমুদউল্লাহ কে নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

বাংলাদেশ ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে। টেস্ট টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটেপঞ্চপাণ্ডবযুগের প্রায় সমাপ্তি ঘটল।

মাহমুদউল্লাহর বিদায়ে দেশের ক্রিকেট অঙ্গনে বইছে আবেগের জোয়ার। সাবেক বর্তমান সতীর্থরা একে একে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছেন তাকে। ইতোমধ্যেই মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম শুভকামনা জানিয়েছেন মাহমুদউল্লাহকে। এবার সেই তালিকায় যোগ দিলেন সাকিব আল হাসানও।

নিজের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে উদ্দেশ করে সাকিব লিখেছেন,

"রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের বিষয়। মাঠের ভেতর বাইরে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার পরিসংখ্যানই বলে দেয়, আপনি দলের জন্য কতটা নিবেদিত ছিলেন। আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং খেলার প্রতি ভালোবাসার জন্য পুরো দেশ আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় সফল করুন।"

মাহমুদউল্লাহর বর্ণাঢ্য ক্যারিয়ার

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছিলেন।

ওয়ানডে: ২৩৯ ম্যাচ, ,৬৮৯ রান, ৪টি সেঞ্চুরি ৩২টি ফিফটি, ৮২ উইকেট

টেস্ট: ৫০ ম্যাচ, ,৯১৪ রান, ৫টি সেঞ্চুরি, ৪৩ উইকেট

টি-টোয়েন্টি: ১৪১ ম্যাচ, ,৪৪৪ রান, ৪১ উইকেট

বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন মাহমুদউল্লাহ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টানা সেঞ্চুরি করে দেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে।

মাহমুদউল্লাহর অবসরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক অধ্যায় শেষ হলো। তবে তার অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

সাকিবের আবেগঘন বার্তার মতো পুরো জাতি আজ মাহমুদউল্লাহকে জানাচ্ছে শ্রদ্ধা ভালোবাসা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য