ভারতে একটি হোটেলে এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। দিল্লির মহিপালপুরের একটি হোটেলে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানায়। ১৩ মার্চ, বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় কিছুদিন আগে ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটকও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন, যা বিদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এখন আবারও একই ধরনের ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্রিটিশ নারী ইনস্টাগ্রামে কৈলাস নামে এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন। এরপর তাদের মধ্যে যোগাযোগের সূত্র ধরে তিনি ভারতে আসেন। কিন্তু বৈঠকের সময়, কৈলাস ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর পুলিশের সহায়তায় অভিযুক্ত কৈলাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ নারী জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটানোর পর কৈলাসকে ফোন করে দিল্লিতে দেখা করতে বলেন। এরপর, কৈলাস তার বন্ধু ওয়াসিমকে সঙ্গে নিয়ে মহিপালপুরে আসেন। সেখানে রাতের বেলায়, কৈলাস তাকে ধর্ষণ করেন।
ব্রিটিশ হাইকমিশনও বিষয়টি জানানো হয়েছে এবং তারা বর্তমানে ঐ নারীকে সহায়তা করছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?