clock ,

মালয়েশিয়ায় খেলার মাঠেই হৃদরোগে প্রাণ হারালেন সাবেক গোলরক্ষক ফিরোস মোহাম্মদ

মালয়েশিয়ায় খেলার মাঠেই হৃদরোগে প্রাণ হারালেন সাবেক গোলরক্ষক ফিরোস মোহাম্মদ

মালয়েশিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া। পেনাংয়ের সাবেক গোলরক্ষক ফিরোস মোহাম্মদ শনিবার ( জুলাই) ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে মাঠে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, মানজুং পৌরসভা স্টেডিয়ামে কেদাহ দলের বিপক্ষে . জামব্রি আব্দ কাদির কাপ টুর্নামেন্টে খেলার সময় ৫৩ বছর বয়সী ফিরোস হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান।

এই প্রতিযোগিতায় পেনাং, কেদাহ, পেরাক পেরলিস রাজ্যের সাবেক ফুটবল কিংবদন্তিরা অংশগ্রহণ করছিলেন।

ফিরোস মোহাম্মদের মৃত্যুতে পেনাং ফুটবল ক্লাব এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, "পেনাংয়ের পরিচালনা পর্ষদ সকল কর্মী সাবেক গোলরক্ষক ফিরোস মোহাম্মদের পরিবারকে গভীর শোক সমবেদনা জানাচ্ছেন।"

১৯৯০-এর দশকে পেনাং প্যান্থার্স দলের হয়ে তিনি একজন নির্ভরযোগ্য জনপ্রিয় গোলরক্ষক হিসেবে খেলেছিলেন। মাঠে তার হঠাৎ চলে যাওয়ায় মালয়েশিয়ার ফুটবলপ্রেমীরা গভীরভাবে শোকাহত।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য