clock ,

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নিখোঁজ বহু শিশু

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, নিখোঁজ বহু শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। টানা প্রবল বর্ষণে গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় সৃষ্ট এই বন্যায় নদীর তীরবর্তী একটি খ্রিষ্টান গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছে অন্তত দুই ডজন শিশু। তাদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান। স্থানীয় সময় শুক্রবার প্রবল বৃষ্টির জেরে নদীর পানি প্রায় মিটার (২৯ ফুট) বেড়ে যায়। নদীর ধারে থাকা ওই ক্যাম্পে তখন প্রায় ৭৫০ শিশু অবস্থান করছিল।

কার কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা জানান, মৃতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। শনিবার সকাল থেকে পানি নামতে শুরু করলে বিপদাপন্ন এলাকা থেকে প্রায় ৮৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। কার কাউন্টির কাছে অবস্থিত কারভিল শহরের নগর ব্যবস্থাপক ডাল্ট রাইস জানান, ক্যাম্পে অংশ নেওয়া ২৭ জন শিশু এখনও নিখোঁজ।

জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, কার কাউন্টিতে বন্যার জরুরি অবস্থা প্রায় শেষ হলেও নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে, ফলে সতর্কতা জারি রাখা হয়েছে।

ডাল্টন রাইস আরও জানান, উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন। হেলিকপ্টার, ড্রোন এবং নৌযান ব্যবহার করে চলছে তল্লাশি। অনেককে গাছের ডালপালা থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতের পানিতে ঘরবাড়ি গাছপালা উপড়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার রাতে কার কাউন্টির কের এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টি হয়েছে, যা ওই এলাকার বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশ।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে টেক্সাসে এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য