clock ,

মাগুরায় নির্যাতিত শিশুর অবস্থা আরও সংকটাপন্ন

মাগুরায় নির্যাতিত শিশুর অবস্থা আরও সংকটাপন্ন

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব জানান, শিশুটির সিজিএস স্কোর চার থেকে তিনে নেমে গেছে এবং তার ব্রেইন স্টেম চোখের মণির প্রসারণও আগের তুলনায় কমে গেছে। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন শিশুটির চিকিৎসায়। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, "আমরা প্রার্থনা করি শিশুটি সুস্থ হয়ে উঠুক।"

এদিকে, মার্চ রাতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার কোনো উন্নতি হয়নি। মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য