clock ,

রোহিঙ্গা সংকট পরিদর্শনে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব, কক্সবাজারে ইফতার করবেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে

রোহিঙ্গা সংকট পরিদর্শনে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব, কক্সবাজারে ইফতার করবেন এক লাখ রোহিঙ্গার সঙ্গে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন। মূলত রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর এই সফর। শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। তাঁর সঙ্গে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তথ্য জানান।

জাতিসংঘ মহাসচিবের সফরসূচি তুলে ধরে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ বিকেল পাঁচটায় ঢাকায় পৌঁছাবেন এবং ১৬ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন। শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

শনিবার জাতিসংঘের মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করবেন, জাতীয় ঐকমত্য কমিশন সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। সেদিনই প্রধান উপদেষ্টার দেওয়া নৈশভোজ ইফতারে অংশ নিয়ে তিনি বাংলাদেশ ছাড়বেন।

সরকার বিশ্বাস করে, জাতিসংঘের মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে নতুন করে গুরুত্ব দেবে। এই সফরকালীন জাতিসংঘ মহাসচিবকেঅতি গুরুত্বপূর্ণ ব্যক্তিহিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য