clock ,

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সরানোর নির্দেশ হাইকোর্টের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সরানোর নির্দেশ হাইকোর্টের

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার ( মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালত বলেন, "ধর্ষণের শিকার শিশুটির ছবি প্রকাশ করা আইনবিরুদ্ধ এবং এটি একটি গুরুতর অন্যায়।" নির্ধারিত সময়ের মধ্যে ছবি না সরালে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন হাইকোর্ট।

এই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে আজকের মধ্যেই আদেশ দেওয়ার কথা জানান।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে শনিবার ( মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

রবিবার সকালে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা সেনানিবাসে অবস্থিত সিএমএইচ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ঘটনায় মাগুরা সদর থানায় ধর্ষণ হত্যাচেষ্টা মামলায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য