দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষণা করেছে, এই কমপ্লেক্স এখন থেকে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ নামে পরিচিত হবে।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয় বছরের শিশু রিয়া গোপ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। তার স্মরণেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে এনএসসি।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের অন্যতম প্রধান ক্রীড়া ভেন্যু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শুধু ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?