শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং বৃদ্ধির আশঙ্কায় এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার (৬ মার্চ) দেশটির মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
সিএনএন জানায়, শিক্ষামন্ত্রী ওগার্টা মানাস্টারলিউ বলেছেন, সরকার টিকটকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়স যাচাই ও আলবেনিয়ান ভাষা সংযোজনের মতো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ৬৫,০০০ অভিভাবকের সঙ্গে ১,৩০০টি বৈঠক হয়েছে, যেখানে বেশিরভাগ অভিভাবকই টিকটক নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।
২০২৪ সালের নভেম্বরে টিকটক নিয়ে এক বিরোধের জেরে এক কিশোরের হাতে আরেক কিশোর নিহত হওয়ার পর থেকেই এই নিষেধাজ্ঞার পরিকল্পনা নেয়া হয়। যদিও টিকটকের দাবি, তাদের তদন্তে অভিযুক্ত ও নিহত কিশোরের টিকটক অ্যাকাউন্ট থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, টিকটকের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে এবং কোম্পানির প্রতিনিধিরা শিশুদের সুরক্ষার বিষয়ে পরামর্শ দিতে শিগগিরই আলবেনিয়া সফর করবেন।
এদিকে, বিরোধী দল টিকটক নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এবং ১৫ মার্চ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
টিকটক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত বিতর্কের মুখে পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আলবেনিয়াও।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?