clock ,

মস্কোতে বাংলাদেশি সিনেমা 'মাস্তুল' পেল বিশেষ স্বীকৃতি

মস্কোতে বাংলাদেশি সিনেমা 'মাস্তুল' পেল বিশেষ স্বীকৃতি

মস্কোতে অনুষ্ঠিত ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশি সিনেমামাস্তুলবিশেষ সম্মাননা অর্জন করেছে। প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সিনেমাটিস্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ লাভ করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির পক্ষ থেকে ছবির নির্মাতা মোহাম্মাদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। একই দিনে অনুষ্ঠিতফার্স্ট প্রাইজঅনুষ্ঠানেমাস্তুলএই বিশেষ স্বীকৃতি লাভ করে।

মস্কো থেকে নির্মাতা মোহাম্মাদ নূরুজ্জামান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “মস্কোতেমাস্তুল’-এর প্রিমিয়ারে আমি অসাধারণ সাড়া পেয়েছি। বিভিন্ন দেশের সাধারণ দর্শক থেকে শুরু করে ফিল্ম ক্রিটিক সাংবাদিকরা সিনেমাটি নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে চেয়েছেন।মাস্তুলনিয়ে এত মানুষের আগ্রহ দেখাই আমার কাছে একটি বড় প্রাপ্তি বলে মনে হয়েছে। এর মধ্যেফার্স্ট প্রাইজঅনুষ্ঠানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক স্পেশাল মেনশন পাওয়া নিঃসন্দেহেমাস্তুল’-এর জন্য একটি বিশেষ অর্জন।

মাস্তুলসিনেমাটি মূলত পানিতে ভাসমান জাহাজীদের জীবন তাদের সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্রচারের দায়িত্বে রয়েছে টঙঘর টকিজ।

মাস্তুলছাড়াওফার্স্ট প্রাইজস্লটে ভারতীয় খাসিয়া ভাষার ছবিএলেসিয়াম’ ‘নেটপ্যাক জুরি পুরস্কারজিতেছে, যার পরিচালক প্রদীপ কুর্বা। অন্যদিকে, রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ছবিনন স্ট্যান্ডার্ড থিংকিং’, পরিচালনা করেছেন মারিয়ানো ওয়াটার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য