অনলাইন জুয়া বন্ধে সাত দপ্তরের সাত কর্মকর্তাকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বিটিআরসি, বিএফআইইউ এবং পুলিশ সদর দপ্তর থেকে একজন করে প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছে, অনলাইন জুয়ার ওয়েবসাইট, লিংক ও গেটওয়েগুলো কারা এবং কীভাবে চালায়, তা চিহ্নিত করার কাজ করবে এই কমিটি। প্রয়োজনে কমিটি আরও বিশেষজ্ঞ সদস্য যুক্ত করতে পারবে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে তানজিম রাফিদ নামের এক ব্যক্তি অনলাইন জুয়া বন্ধের দাবিতে রিট আবেদন করেছিলেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।
রুলে বলা হয়েছে, তারকাদের মাধ্যমে সামাজিক ও মূলধারার মাধ্যমে অনলাইন জুয়ার প্রচার রোধে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব বিজ্ঞাপন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?