যুক্তরাষ্ট্রের সরকারি তহবিলে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১,৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার (১৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (USAGM) এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী সংকোচনের নির্দেশ দেন।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ এক বিবৃতিতে বলেন, "প্রতিষ্ঠার ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা প্রায় নীরব হয়ে যাচ্ছে। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।"
এছাড়া, ইউএসএজিএমের অধীনস্থ আরও দুটি সংস্থা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার তহবিলও বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, আমলাতন্ত্র সংকোচনের অংশ হিসেবে ইউএসএজিএম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আইন অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার স্বাধীন সাংবাদিকতা ও বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে হুমকি হিসেবে দেখছে। কর্তৃত্ববাদী দেশগুলোতে এটি ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। ভিওএ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ অনুসারী ক্যারি লেককে, যা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ১৯৪২ সালে নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে গঠিত ভয়েস অব আমেরিকা এখন প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে ৩৬ কোটি মানুষের কাছে সংবাদ পরিবেশন করে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?