clock ,

ভূমিকম্পে ভবন ধস: ব্যাংককে চীনা নির্বাহী গ্রেপ্তার

ভূমিকম্পে ভবন ধস: ব্যাংককে চীনা নির্বাহী গ্রেপ্তার

ভয়াবহ ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবন ধসের ঘটনায় এক চীনা নির্বাহীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গত মাসের ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে, যাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও ৪৭ জন নিখোঁজ রয়েছেন।

রোববার ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট একটি নির্মাণ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ঝ্যাং নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি 'চায়না রেলওয়ে নম্বর ১০' নামের একটি প্রতিষ্ঠানে ৪৯ শতাংশ শেয়ারধারী হিসেবে দায়িত্বে ছিলেন।

থাইল্যান্ডের বিচারমন্ত্রী তাবি সোদসঙ জানিয়েছেন, ব্যাংককের আদালত প্রতিষ্ঠানটির চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযুক্তদের মধ্যে তিনজন থাই নাগরিক এবং একজন চীনা নাগরিক রয়েছেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করেছে, যার অধীনে কোনো বিদেশি ব্যক্তি ৪৯ শতাংশের বেশি শেয়ার রাখতে পারেন না।

তদন্তকারীরা দাবি করছেন, যে ৫১ শতাংশ শেয়ার তিনজন থাই নাগরিকের নামে রয়েছে, তা আসলে অন্য বিদেশিদের হয়ে রাখা হয়েছিল। তদন্তে আরও উঠে এসেছে, ভবন নির্মাণে ব্যবহৃত কাগজপত্রে জাল স্বাক্ষর রয়েছে এবং প্রকৌশল চুক্তিতে ভুয়া নথিপত্র ব্যবহারের আশঙ্কাও রয়েছে।

এর আগে, ধসের কয়েকদিন পর চার চীনা নাগরিককে আটক করা হয়, যারা অনুমতি ছাড়া ধসে পড়া ভবনটিতে ঢুকে নথিপত্র সরানোর চেষ্টা করছিলেন।

থাইল্যান্ডের স্পেশাল ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, ভবনটিতে ব্যবহৃত কংক্রিট স্টিলের মান ছিল অত্যন্ত নিম্নমানের, যা ধসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ মিয়ানমারের কেন্দ্রস্থলে . মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে থাইল্যান্ডেও ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পে মিয়ানমার থাইল্যান্ড মিলিয়ে হাজার ৭০০ জনের বেশি মানুষ মারা যান। তবে ব্যাংককে ধসে পড়া ভবনটিই ছিল একমাত্র বড় কাঠামো, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য