clock ,

কাতারে প্রধান উপদেষ্টা ইউনূস, লাল গালিচায় অভ্যর্থনা

কাতারে প্রধান উপদেষ্টা ইউনূস, লাল গালিচায় অভ্যর্থনা

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫- অংশ নিতে কাতারে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনায় স্বাগত জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দোহা বিমানবন্দরে কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানান।

এর আগে সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হন অধ্যাপক ইউনূস তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে অংশ নিচ্ছেন অধ্যাপক ইউনূস।

তিনি আরও বলেন, সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য