clock ,

বিকেএসপিতে চীনের তাই চি সেন্টারের উদ্বোধন

বিকেএসপিতে চীনের তাই চি সেন্টারের উদ্বোধন

বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (২১ এপ্রিল) সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্টতাই চিসেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াং এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তারা যৌথভাবেউশু তাই চি সেন্টার’-এর নামফলক উন্মোচন করেন।

বিকেএসপি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সই হওয়া এক সমঝোতা চুক্তির আওতায় এই সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। চীনা প্রতিনিধি দল জানায়, এই সেন্টারের মাধ্যমে ক্রীড়া শিক্ষা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেএসপির উশু প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় একটি প্রদর্শনী উপভোগ করেন ২২ সদস্যের চীনা প্রতিনিধি দল। পরে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে তাদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক উপহার বিনিময় করা হয়। এসময় বিকেএসপির পক্ষ থেকে অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো হয়।

চীনা প্রতিনিধি দল বিকেএসপির বিভিন্ন ক্রীড়া অবকাঠামোবিশেষ করে ক্রিকেট ইনডোর মাঠ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে একটিক্রিকেট প্রশিক্ষণ সেন্টারপ্রতিষ্ঠায় বিকেএসপির কারিগরি প্রশিক্ষণ সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী মে-জুন মাসে ওই বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট সেন্টার উদ্বোধন হবে। সেখানকার মাঠে বিকেএসপির গ্রাউন্ডসম্যান পিচ নির্মাণ করবেন এবং কোচরা চীনা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন। এই উদ্যোগ বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য