clock ,

ভূমিকম্পে বেহাল সান্টোরিনি দ্বীপ, জরুরি অবস্থা জারি

ভূমিকম্পে বেহাল সান্টোরিনি দ্বীপ, জরুরি অবস্থা জারি

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সান্টোরিনিতে ভূমিকম্পের প্রবল তাণ্ডব চলছে। গত ৩১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০০-এর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পগুলোর বেশিরভাগই . মাত্রার বেশি। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয় ফেব্রুয়ারি, যার মাত্রা ছিল .২। কম্পন অনুভূত হয়েছে এথেন্স, ক্রিট তুরস্কের কিছু অঞ্চলেও। সমুদ্রতলের নিচে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। অসংখ্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হাজার হাজার বাসিন্দা, মৌসুমী কর্মী পর্যটক দ্বীপ ছাড়তে বাধ্য হয়েছেন।পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যা মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। জরুরি স্থানান্তরের জন্য ৩০ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে।

সান্টোরিনি আশপাশের দ্বীপগুলো অগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত।প্রায় ২০ হাজার বাসিন্দার এই দ্বীপে ২০২৩ সালে ৩৪ লাখ পর্যটক ঘুরতে এসেছিলেন। ভূমিকম্পের এই ধারাবাহিকতা আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে!

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য