clock ,

বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দিতে কানাডাকে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দিতে কানাডাকে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডার ভিসা প্রক্রিয়া সহজ দ্রুত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে বৈঠকের সময় তিনি আহ্বান জানান।

কানাডার মন্ত্রী বলেছেন, বাংলাদেশকে লক্ষ্য করে ভিসা কমানো হয়নি। বৈধ বাংলাদেশি শিক্ষার্থীর জন্য কানাডার দরজা খোলা। বাংলাদেশে কানাডার উৎপাদন কারখানা স্থানান্তরের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। তরুণ জনগোষ্ঠীর দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাংলাদেশ কানাডার মধ্যেবিদেশি বিনিয়োগ প্রচার সুরক্ষা চুক্তি (এফআইপিএ)’ নিয়ে চলমান আলোচনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন কানাডার মন্ত্রী।

প্রধান উপদেষ্টাবেগম পাড়াপ্রসঙ্গে কথা বলেন, কানাডাকে অর্থ পাচার বন্ধে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। দুর্নীতির অর্থ কানাডায় রাখতে চাই না বলে জোরাল বক্তব্য দেন কানাডার মন্ত্রী।

বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম আসন্ন জাতীয় নির্বাচন। রোহিঙ্গা শরণার্থী সংকট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কানাডার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য