clock ,

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

চার মাত্রার  প্রচণ্ড ভূকম্পন অননুভূত হয়েছে উত্তর ভারতে। আজ সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

সোমবার দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ২৩ জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। 

স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়। এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে ধরনের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা। একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে। ওই অঞ্চলের কাছাকাছি একটি হ্রদ রয়েছে, সেখানে প্রতি থেকে বছরে একবার কম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এক্স এর পোস্টে বলেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য